শারজাহগামী যাত্রীর কাছ থেকে দেশি-বিদেশি ২২ লাখ টাকার মুদ্রা আটক

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক এন্টিহায়জাক কেবিন ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে তল্লাশি চালিয়ে এয়ার এরাবিয়ার (ফ্লাইট এ৯-৫২১) শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে দেশি-বিদেশি ২২ লাখ টাকার মূদ্রা আটক করা হয়েছে।

যাত্রীর নাম মো. আব্দুল মাজিদ। তিনি চট্টগ্রামের লোহাগাড়া কাবুলিপাড়ার গুরা মিয়ার ছেলে।

বিমানের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, রোববার (২৭ জুলাই) রাত আনুমানিক আটটার দিকে বিমানবন্দরে দায়িত্বরত সশস্ত্র নিরাপত্তা প্রহরী মো. মাহফুজুর রহমান উক্ত যাত্রীর কাছে এন্ডোর্সমেন্ট বহির্ভূত কোন বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।

পরে যাত্রীর দেহ তল্লাশি করে বৈদেশিক মুদ্রা থাকার প্রমাণ মিললে তাকে দায়িত্বরত ডিজিএফআই কর্মকর্তার কাছে হস্তান্তর করা হলে বিমানবন্দরের কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে আসা হয়। সেখানে সংশ্লিষ্ট কাস্টমস এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়। এসময়ে তার কাছে ৪৭০০ ইউএস ডলার, ৪৭৮৮৫ ইউএই দিনার, ৩৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমান দিনার এবং বাংলাদেশি ৩৬,০০০ টাকা উদ্ধার করা হয়।
বাংলাদেশি টাকায় যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত যাত্রীকে পতেঙ্গা থানায় সোপর্দ এবং যাত্রীর বিরুদ্ধে সরকারের রাজস্ব শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে পতেঙ্গা থানায় মামলার এজাহার করা হয়।