বিভিন্ন সেবা কার্যক্রমের মধ্য দিয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ২৪তম বর্ষপূর্তি অনুষ্ঠান নগরীর জাকির হোসেন রোডস্থ চিটাগাং লায়ন্স ফাউন্ডেশনের তাহের মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচারিয়া এমজেএফ। ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর বলেন, লায়ন্স জেলায় ইম্পেরিয়াল সিটি একটি আদর্শ অনুসরণীয় ক্লাব। তিনি ক্লাবের বিভিন্ন সেবা কার্যক্রমের প্রশংসা করে তা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লায়ন কাশেম শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, জিএমটি কো-অর্ডিনেটর লায়ন আরিফ আহমেদ, এলসিআইএফ কোঅর্ডিনেটর লায়ন মনির আহমেদ চৌধুরী, জোন চেয়ারম্যান লায়ন আসিফ উদ্দিন ভুঁইয়া, সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মোস্তফা কামাল জুয়েল।
ক্লাবের নতুন সদস্যদের শপথ পাঠ করিয়ে তাদের হাতে পিন ও সার্টিফিকেট তুলে দেন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচারিয়া। ট্রেনিং সেশন পরিচালনা করেন ক্লাবের গাইডিং লায়ন ডা. আবদুল্লাহ আল হারুন। স্বাগত বক্তব্য দেন লায়ন্স জেলার সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ ইলিয়াস। ধন্যবাদ বক্তব্য দেন লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন নুরুল আরশাদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল, তপন কান্তি দত্ত, এস এম আবদুল আজিজ, মোহাম্মদ মহিউদ্দিন, লায়ন তারিকুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর