রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের পাক্ষিক সভায় প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দীনের সভাপতিত্বে ২ নভেম্বর সন্ধ্যায় নগরীর এনায়েত বাজার, বাটালী রোডস্থ অনিকেত ক্লাবে পাঁচ জন সুবিধাবঞ্চিত নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক কমিশনার এম এ মালেক। আরো উপস্থিত ছিলেন অনিকেত ক্লাবের সভাপতি মো. জহির আহমেদ, সহসভাপতি মো. আলম, সেক্রেটারি মো. ইকবাল চৌধুরী, সদস্য আলিমুল হাকিম, সদস্য রফিকুল ইসলাম সদস্য, সেলাই প্রশিক্ষক মঞ্জু দেবী, স্কুল শিক্ষক আলিমুল হাকিম, রোটারি ক্লাব অফ চিটাগং ইম্পেরিয়ালের সিপি মো. নজরুল ইসলাম নান্টু পিএইচ এফ এবং স্থানীয় ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
ক্লাব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সভায় প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দীন, প্রতিষ্ঠাতা সভাপতি সিপি মোহাম্মদ রিজওয়ান শাহিদী এমপি এইচ এফ, আই পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার সুদীপ কুমার পাল।
ক্লাবের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট এরশাদুর মোস্তফা, সেক্রেটারি মোহাম্মদ হাসান, জয়নাল আবেদীন, আহম্মেদ জামাল নাসের চৌধুরী, জাকের হোসেন, মোহাম্মদ লুৎফুল আফসার আদনান।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত পাঁচ নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের মাধ্যমে খুলশী ক্লাব অফ চিটাগাং সেন্ট্রাল উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দীন ড্রপ আউট শিশুদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে একজন শিক্ষকের প্রতি মাসের সম্মানী প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাতা সভাপতি সিপি মোহাম্মদ রিজওয়ান শাহিদী এমপি এইচ এফ অনিকেত ক্লাবের চার তলা ভবন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ করেন। রোটারি চিটাগাং খুলশী সেন্ট্রালের সভায় পাঁচ জন সুবিধাবঞ্চিত নারীকে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে ক্লাবের সদস্যরা ও অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি