নিজস্ব প্রতিবেদক :
আকবরশাহ থানার বিশ্বকলোনিতে রিমা বেগম হত্যায় স্বামী তাজুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর ৪টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তাজুল ইসলাম নোয়াখালী জেলার এওজবালিয়ায় মৃত শাহ আলম চৌধুরীর ছেলে। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম হত্যার কথা স্বীকার করেছে। গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে রিমাকে হত্যা করা হয়।’
তিনি আরও বলেন, ‘তাজুলের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
উল্লেখ্য গত শুক্রবার বিশ্বকলোনীর জি ব্লকের একটি বাসায় পারিবারিক কলহের জেরে রিমা বেগমকে হত্যা করে স্বামী তাজুল ইসলাম।


















































