নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
রামুতে রাতে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকার মোহাম্মদ কালুর ছেলে মুজিবুর রহমান (৪০) এবং উখিয়ার ঘোনা স্কুল পাড়ার মোহাম্মদ হাসানের ছেলে আলী আহাম্মদ (২৮)।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেন বলেন, লট উখিয়ার ঘোনা এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছে।
‘বুধবার রাতেও চারজন শ্রমিক ওই এলাকায় পাহাড়ের মাটি কাটতে যায়। এ সময় পাহাড়ের একাংশ দুই শ্রমিকের উপর ধসে পড়ে। এতে মাটি চাপা পড়ে ঘটনাস্থলে দুইজন মারা যান।’
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ বলেন, ঘটনাটি ভোরে শুনেছি। শোনা মাত্রই রামু থানার পুলিশকে জানিয়েছি। পরে রামু থানার ওসিসহ ঘটনাস্থলে গিয়ে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
লাশ দুইটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রামু থানার ওসি মো. আজমিরুজ্জামান জানান, বুধবার ভোররাতে তারা পাহাড়ের মাটি কেটে ডাম্পারে ভর্তি করার সময় পাহাড় ধসে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন।