চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা ভাইরাস কবলিত বৈশ্বিক মহামারিতে অর্থনীতির উপর যে ধস নেমেছে তার প্রভাব বাংলাদেশে পড়লেও ভেঙ্গে পড়ার কোনো কারণ নেই। জীবন-জীবিকার চাকা সচল রাখতে ও অর্থনীতি পুনরুদ্ধারে নতুন অর্থবছরের বাজেটই হলো জেগে উঠার প্রাণ শক্তি এবং প্রেরণা। আমাদের শুন্য থেকেই শুরু করতে হবে। নিজেদের দুই হাতকে কর্মের হাতিয়ারে পরিণত করতে হবে এবং এই হাতিয়ারই জাতির জনক বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা বিনির্মাণের অবলম্বন।
আজ ১২ জুন (শুক্রবার) বাদ জুমা রামপুর ওয়ার্ডস্থ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাড়ে ৩শ’ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ভোগ্যপণ্য উপহার সামগ্রী তুলে দেয়ার সময় মেয়র এসব কথা বলেন।
এ সময় কাউন্সিলর এরশাদ উল্লাহ, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, রাজনীতিক বেলাল আহমেদ, আবুল ফয়েজ, আবুল কাশেম, সুমন দেবনাথ, এসএম মামুনুর রশীদ মামুন, আনিসুর রহমান, আমানত উল্লাহ, মাকসুদুর রহমান মাকসুদ, ইমরান আলি মাসুদ, আরেফিন সাকি ইভান, নিজাম উদ্দিন মিন্টু, মনিরুল্লা খান, প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া পাথরঘাটাস্থ বিমলা ফাউন্ডোশনের উদ্যোগে ২৫০ অস্বচ্ছল পরিবারের মাঝে মেয়র ভোগ্যপণ্য বিতরণ করেন। এ সময় সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন, পুলক খাস্তগীর, রাজিব দাশ, গোপাল নাথ টিপু উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
মহানগর