‘রাজস্ব করার রসদ আছে ভারতের’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

আইসিসির ইভেন্টে বরাবরই দারুণ ধারাবাহিক ভারত। ফাইনাল না হোক, অন্তত সেমিফাইনালে প্রতিবারই দেখা যায় ভারতকে। সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে ১১ বছর আইসিসির শিরোপা না জেতার খরা কাটায় ভারত। এবার পরের ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জিতে নিল শিরোপা। কাগজে-কলমে ভারতের বর্তমান দলটি দুনিয়ার অন্যতম সেরা, একদম সেরা বলে দিলেও তেমন ভুল হবে না হয়ত। অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিদের সাথে তরুণ শুবমান গিল, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুলরাও দায়িত্ব নিতে শিখে গেছেন। বোলিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যায়নি জাসপ্রীত বুমরাহকে। তাতে কী? মোহাম্মদ শামি তো ছিলেন। পেস ইউনিটে বেশিরভাগ দায়িত্বই ছিল শামির কাঁধে। ৫ স্পিনার নিয়ে স্কোয়াড সাজানোটা দারুণভাবে কাজে লেগেছে দিনশেষে। দুবাইয়ের কন্ডিশন, উইকেটের ফায়দাটা সুদে-আসলে লুটেছেন ভারতের স্পিনাররা। সব মিলে ভারত এখন আছে উড়ন্ত ফর্মে। ট্রফি জেতার পর ক্যারিয়ারের শেষ দিকে থাকা বিরাট কোহলি বললেন, আগামী ৮ বছর বিশ্ব রাজত্ব করার মত রসদ আছে টিম ইন্ডিয়ার। ব্রডকাস্টারদের সাথে আলাপকালে কোহলি বলেন, ‘যখন আপনি ছেড়ে যাবেন, আপনি চাইবেন দলকে একটা ভালো অবস্থানে রেখে যেতে। আমার মনে হয় আমাদের যে দল রয়েছে তা আগামী ৮ বছর বিশ্বে রাজত্ব করতে প্রস্তুত আছে। শুবমান দুর্দান্ত ছিল, শ্রেয়াস (আইয়ার) ছিল অসাধারণ, কে এল (লোকেশ রাহুল) অনেক ম্যাচ শেষ করেছে, হার্দিকও (পান্ডিয়া) ব্যাট হাতে দুর্দান্ত ছিল।’
কোহলি আরও বলেন, ‘এটা দারুণ ছিল। কঠিন অস্ট্রেলিয়া সফর শেষে আমরা চেয়েছিলাম বাউন্স ব্যাক করতে। আমরা চেয়েছিলাম বড় টুর্নামেন্ট জিততে শেষ পর্যন্ত আমরা সেটা করতে পেরেছি। ড্রেসিংরুমে এখন অনেক প্রতিভাবান ক্রিকেটার। তারা ম্যাচ এগিয়ে নিয়ে যেতে চাইছে। আমরা (সিনিয়ররা) তাদের সাহায্য করতে পেরেই অনেক খুশি। অভিজ্ঞতা বিনিময় করছি এবং এটাই ভারত দলকে এতটা শক্তিশালী বানিয়েছে।’
কোহলি আরও বলেন, ‘আপনি চাইবেন শিরোপার জন্য খেলতে। চাপের মধ্যে খেলতে এবং দায়িত্ব নিতে। দলের প্রত্যেকে এই টুর্নামেন্টে কখনও না কখনও দায়িত্ব নিয়ে খেলেছে। সবাই অনেক ইমপ্যাক্টফুল পারফরম্যান্স দেখিয়েছে। দারুণ একটি দলের অংশ ছিলাম আমরা, অনুশীলনে আমরা যেমন কাজ করেছি, এটা সত্যিই দারুণ অনুভূতি।’
প্রতিপক্ষ নিউজিল্যান্ড দলকে নিয়ে কোহলি বলেছেন, ‘নিউজিল্যান্ড দারুণ দল। আমরা জানতাম তারা তাদের প্লেয়ারদের নিয়ে কী করে দেখাতে পারে এবং প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করতে পারে। যতবারই বড় মঞ্চে তাদের বিরুদ্ধে খেলেছি আমরা জানতাম যে তারা প্ল্যান নিয়ে আসবে। বিশ্বের অন্য কোনো দল তাদের প্ল্যান এত ভালোভাবে কাজে লাগায় না তারা যতটা ভালোভাবে কাজে লাগায়।’