সুপ্রভাত ডেস্ক »
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে লাইনচ্যুত তিতুমির এক্সপ্রেসের বগি উদ্ধার করা হয়েছে। সাড়ে চার ঘন্টার পর রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে কর্মকর্তারা জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী থেকে পারবতিপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় তিতুমির এক্সপ্রেস। পুঠিয়ার বেলপুকুর স্টেশনের আগে একটি বগির দুটি চাকা লাইন থেকে নেমে যায়। এ অবস্থায় প্রায় দুই কিলোমিটার যায়।
পরে উদ্ধার ট্রেন গিয়ে লাইনচ্যুত দুই চাকা উদ্ধার করে। পৌনে ১১টার দিকে ট্রেনটি আবার পার্বতিপুরের উদ্যেশে ছেড়ে যায়। এতে রাজশাহীর সঙ্গে সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। পথে বেলপুকুর এলাকায় এলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি থেমে যায়।
পরে লাইনচ্যুত বগি ফেলে বাকি ৫টি বগি নিয়ে ইঞ্জিন বেলপুকুর রেল স্টেশনে গিয়ে দাঁড়ায়।
রেলওয়ে কর্মকর্তারা জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী থেকে পারবতিপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় তিতুমির এক্সপ্রেস। পুঠিয়ার বেলপুকুর স্টেশনের আগে একটি বগির দুটি চাকা লাইন থেকে নেমে যায়। এ অবস্থায় প্রায় দুই কিলোমিটার যায়।
পরে উদ্ধার ট্রেন গিয়ে লাইনচ্যুত দুই চাকা উদ্ধার করে। পৌনে ১১টার দিকে ট্রেনটি আবার পার্বতিপুরের উদ্যেশে ছেড়ে যায়। এতে রাজশাহীর সঙ্গে সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। পথে বেলপুকুর এলাকায় এলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি থেমে যায়।
পরে লাইনচ্যুত বগি ফেলে বাকি ৫টি বগি নিয়ে ইঞ্জিন বেলপুকুর রেল স্টেশনে গিয়ে দাঁড়ায়।