সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। লো স্কোরিং ম্যাচে হেসেখেলে জিতেছে খুলনা। এই জয়ের ফলে নিশ্চিত হয়েছে দুর্বার রাজশাহীর বিদায়। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের ব্যাটে চড়ে ভালো শুরু পায় ঢাকা। আরেক ওপেনার লিটন দাস সুবিধা করতে পারেননি। ১০ বলে করেছেন ১০ রান। তিনে নেমে হাবিবুর রহমান সোহান সুবিধা করতে পারেননি। ৮ বলে করেন ৩ রান। পাওয়ারপ্লের ফায়দা লুটেছেন তানজিদ। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তোলে ঢাকা ক্যাপিটালস। তানজিদ এক প্রান্ত ধরে আগাতে থাকলেও বাকিরা সুবিধা করতে পারেননি। ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে দলের ৮২ রানের মাথায় সাজঘরে ফিরে যান তানজিদ। এরপর যেন শনির দশা লাগে ঢাকার ইনিংসে। একের পর এক উইকেট হারিয়েছে ঢাকা। শেষ দিকে লড়াকু ব্যাটিংয়ে ১৭ বলে ২০ রান করেন সাব্বির রহমান। অন্যদিকে ১১ বলে ১৩ রানের ইনিংস খেলেন মেহেদী হাসান রানা। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা ক্যাপিটালস। খুলনা টাইগার্সের হয়ে ২টি করে উইকেট তোলেন উইলিয়াম বোসিস্তো এবং হাসান মাহমুদ। ১টি করে উইকেট নেন নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ নওয়াজ, মুশফিক হাসান এবং জিয়াউর রহমান। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ওপেনার নাঈম শেখের উইকেট হারিয়েছে খুলনা টাইগার্স। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। তিনে নেমে সুবিধা করতে পারেননি আফিফ হোসেন ধ্রুবও। ৩ বল খেলে ডাক মেরে সাজঘরে ফিরে যান আফিফ। ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে খুলনা। তবে টিকে ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এক প্রান্ত ধরে খেলে যাচ্ছিলেন তিনি। ব্যাট হাতে দারুণ সাবলীল ছিলেন মিরাজ। অল্প লক্ষ্য হওয়াতে সেরকম স্কোরবোর্ডের চাপ ছিল না মিরাজের কাঁধে। ফলে ধীরসুস্থে আরামে এগিয়েছেন মেহেদী মিরাজ। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৫৩ রান তোলে খুলনা। পাওয়ারপ্লে শেষেও ছুটেছে খুলনার ইনিংস। চারে নামা অ্যালেক্স রস ১৯ বলে ২২ রান করেন। রসের বিদায়ের পর মিরাজের সাথে যোগ দিয়েছেন উইলিয়াম বোসিস্তো। মিরাজ এগিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে। ছুঁয়ে ফেলেন ফিফটি। ফিফটির পরেও মিরাজকে থামানো যাচ্ছিল না। উইকেটের চার পাশে দারুণ সব শটে দলের রান বাড়িয়েছেন মিরাজ। নিজের রানও বেড়েছে। একটু একটু করে প্লে-অফের কাছে যেতে থাকে খুলনা টাইগার্স। শেষ দিকে ২০ বলে ১৮ রান করে আউট হয়েছেন বোসিস্তো। মিরাজ টিকে ছিলেন তখনও। শেষ দিকে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেছেন মোহাম্মদ নওয়াজ। ৪ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন নওয়াজ। মিরাজ টিকে ছিলেন ৫৫ বলে ৭৪ রানের ইনিংস খেলে। ১৯ বল হাতে রেখে ৬ উইকেটের দারুণ এক জয় তুলে নেয় খুলনা টাইগার্স। এই জয়ের ফলে নিশ্চিত হয়েছে খুলনার প্লে-অফ। ঢাকার হয়ে ৩ উইকেট তুলেছেন মুস্তাফিজুর রহমান। রহমত আলী নেন ১ উইকেট।