নিজস্ব প্রতিনিধি, রাঙ্গুনিয়া »
রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকা-ে তিনটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। এতে নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান কাগজপত্র পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাতে পোমরা ইউনিয়ের আজিমনগর কাইট্টইল্লা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কাইট্টইল্লা বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। ভয়াবহ আগুনে মো. সালাউদ্দিন, আজম আলী ও ইব্রাহিমের তিনটি কাঁচাবসত বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বলেন, অগ্নিকা-ে ৩টি বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে সব হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে তারা মানবেতর দিনযাপন করছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান বলেন, আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


















































