রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী বরখাস্ত

সুপ্রভাত ডেস্ক »

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। বরখাস্তকালীন তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন।

বুধবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে অনির্বান চৌধুরীকে গত ১৩ এপ্রিল গ্রেপ্তার করে ডিবি (ডিএমপি)। পরে তাকে আদালতে হাজির করা হয়।

এ পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী, গ্রেপ্তারের তারিখ অর্থাৎ ১৩ এপ্রিল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।