সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
রশিদ খান, মুজিব উর রহমান কিংবা মোহাম্মদ নবী। এই স্পিন ত্রয়ীর সঙ্গে আছেন ফজল হক ফারুকির মতো পেস সেনসেশন। আফগানদের এই বোলিং আক্রমণ মোকাবেলা করা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের বিষয় বলে মনে করেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রশিদদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ হলেও বাংলাদেশ সতর্ক আছে বলে জানিয়েছেন প্রধান কোচ, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। নিশ্চিতভাবে এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু তাদের সঙ্গে আমরা সম্প্রতি খেলেছি। যেভাবে খেলেছি এখানে কিছু সফলতাও ছিল। আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য খুবই সতর্ক আছি।’
গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) লাহোরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফগান বোলিং নিয়ে এক প্রশ্নের এমন মন্তব্য করেন বাংলাদেশ কোচ। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেলে ১ সেপ্টেম্বর সাকিব আল হাসানের দল উড়াল দেয় লাহোরে। গতকাল বিকেলে লাহোরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ।
ম্যাচের আগে লাহোরে বাংলাদেশ মাত্র একদিন সময় পেয়েছে। আছে ভ্রমণের ক্লান্তিও। এই দিক থেকে আফগানিস্তান কিছুটা এগিয়ে। শ্রীলঙ্কায় পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে তারা কদিন আগে যায় লাহোরে। ভ্রমণের এই দিকটা কি আফগানদের কিছুটা এগিয়ে রাখবে? এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে জানান তিনি এমনটা মনে করেন না। কারণ আফগানদের মতো বাংলাদেশও এশিয়ার দল, ‘আমি এমন মনে করছি না। আমরা অভ্যস্ত। সবাই এশিয়ান দেশ। আমরা দেশে গরমের মধ্যে অনুশীলন করেছি। আমি মনে করি না, এটা আমাদের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে।’
আজ (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে আছে টাইগাররা। এদিকে আজকের ম্যাচ দিয়েই এশিয়া কাপ শুরু করবে আফগানরা। এই ম্যাচে বাংলাদেশ হারলে ধরতে হবে দেশের বিমান। আর জিতলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। খবর রাইজিংবিডি.কম’র