মহানগর ছাত্রলীগের সভা
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর আওতাধীন কলেজ থানা ও ওয়ার্ড সমূহের উদ্যোগে জামালখানস্থ রীমা কমিউনিটি সেন্টারে শোকসভা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল আলম রনি, এম কায়সার উদ্দিন, সরওয়ার আলম, মহিউদ্দিন মাহি, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল, মঈনুর রহমান মঈন, আইন বিষয়ক সম্পাদক অছিউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সোহেল, উপ-অর্থ সম্পাদক ইমরান আলী মাসুদ, উপ-আইন বিষয়ক সম্পাদক মুনির চৌধুরী, উপ-তথ্য ও গবেষণা সম্পদাক রায়হানুল কবির শামীম, উপ-ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক এস.এম. হুমায়ুন কবির আজাদ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ চৌধুরী, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন কুতুবী, সহ-সম্পাদক সাব্বির সাদিক, অরভিন সাকিব ইভান, ওসমান গনি, আবু সায়েম সেতু, সদস্য সুজায়মান বড়–য়া জিতু, সৈকত দাশ, আবু সায়েম, কায়সার হামিদ, বোরহান উদ্দিন গিফারী, ফাহাদ আনিস, নুরুল হক মনির, জালাল আহমদ রানা, নেওয়াজ খান, সাখাওয়াত হোসেন পেয়ারু, হেমায়েতুল ইসলাম খান মুন্না, আমিনুল ইসলাম শাওন, ইফতেখার সায়ান, জাহেদুল ইসলাম প্রমুখ।
এছাড়া সরকারি কমার্স কলেজ, সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম আইন কলেজ, চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, হাজেরাতুজু কলেজ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পোর্টসিটি বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, যুগে যুগে ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। চট্টগ্রামের ছাত্র সমাজকে সজাগ থাকতে হবে। এরকম ষড়যন্ত্র যেন বাংলার বুকে আর ঘটতে না পারে। বিজ্ঞপ্তি