সুপ্রভাত ডেস্ক »
সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পেয়েছে। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে সিনেট নিয়ন্ত্রণের লড়াইয়ে এগিয়ে গেছে ডেমোক্র্যাট দল। নেভাদা অঙ্গরাজ্যেও জয় পেয়েছে দলটি।
নেভাদায় ডেমোক্র্যাট নেতা ক্যাথেরিন কর্টেজ মাস্তো জয় পেয়েছেন। এতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটদের পাওয়া আসনসংখ্যা ৫০টিতে দাঁড়িয়েছে। আর রিপাবলিকানরা জয় পেয়েছে ৪৯টি আসনে।
এর আগে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক কেলি, শুক্রবার অ্যারিজোনার মত গুরুত্বপূর্ণ আর দোদুল্যমান রাজ্যে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি রিপাবলিকান প্রার্থী ভেঞ্চার ক্যাপিটালিস্ট ব্লেক মাস্টার্সকে পরাজিত করেন । কেলির বিজয়ের মধ্য দিয়ে সিনেটে ডেমক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা থেকে মাত্র এক আসন পিছিয়ে ছিলো।
এখন শুধু জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফল বাকি আছে। আগামী মাসে দ্বিতীয় দফার নির্বাচনের মধ্য দিয়ে জর্জিয়ার ফলাফল নির্ধারিত হবে।
নেভাদায় জয়ের মধ্য দিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ নিশ্চিত হয়ে গেছে। কারণ, জর্জিয়ায় যদি রিপাবলিকানরাও জেতে তবে দুই দলের প্রাপ্ত আসনসংখ্যা হবে ৫০টি করে।
কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের টাইব্রেকিং ভোটিং পাওয়ার আছে। দুই দল সমসংখ্যক আসন পেলে ভাইস প্রেসিডেন্ট ভোট দিয়ে একটিকে জয়যুক্ত করতে পারবেন।
সূত্র : ভয়েস অফ আমেরিকা ও এএফপি