সুপ্রভাত ডেস্ক :
যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার ৫২ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) দেয়া সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। খবর সিনহুয়ার।
সিএসএসই জানায়, স্থানীয় সময় বেলা ১১ টা ২৭ মিনিট পর্যন্ত (গ্রীনিচ মান সময় ১৫২৭ টা) যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৫২ লাখ ৪ হাজার ৭৫২ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৬৬ হাজার ১৪৮ জনে দাঁড়িয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ৫ লাখ ৯৪ হাজার ৫৫৪ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে।
এর পরের অবস্থানে থাকা ফ্লোরিডায় ৫ লাখ ৫০ হাজার ৯০১ জন, টেক্সাসে ৫ লাখ ২৪ হাজার ৪০০ জন এবং নিউইয়র্কে ৪ লাখ ২২ হাজার ৭০৩ জন এ মহামারি ভাইরাসে আক্রান্ত হয়।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।