আওয়ামী মৎস্যজীবী লীগের সমাবেশে চসিক মেয়র পদপ্রার্থী রেজাউল করিম
‘মৎস্য সম্পদের উন্নয়নে মৎস্যজীবীদের সরকারি নির্দেশনার সাথে সমন্বিত ভূমিকা রাখতে হবে। মৎস্য সম্পদের উন্নয়ন হলে মৎস্যজীবীরা সবার আগে উপকৃত হয়। সরকারের নানামুখী কর্মসূচি বাস্তবায়নে মৎস্যজীবীরা সহায়তা ও সমন্বয় করাতে বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে।’
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নগর আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।
নগরীর চাক্তাই এলাকায় নতুন ফিশারি ঘাটে গতকাল বিকালে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি আরো বলেন, সিটি মেয়র নির্বাচিত হয়ে করপোরেশনের পক্ষ থেকে মৎস্য আহরণ ও বিপণনে মৎস্যজীবীদের জন্য আরো সুযোগ সুবিধা সৃষ্টি করতে চাই। এজন্য সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।
সংগঠনের আহ্বায়ক আমিনুল হক বাবুল সরকারের সভাপতিত্বে সদস্য সচিব এম এ মোতালেব তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি এম সাইফুল আলম মানিক। আর উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আবুল বাশার, আব্দুল গফুর চৌকদার মোহাম্মদ আলম, ড. মমতাজ খানম, লিকু শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ফিরোজ আহমেদ তালুকদার, দপ্তর সম্পাদক এনামুল হক রাজু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক চৌধুরী এম এ গফ্ফার কুতুবী, উপ-প্রচার সম্পাদক ইউসুফ আলী বাচ্চু উপ-দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ কার্যনির্বাহী সদস্য, আবুল হোসেন, রাজিব মুন্সি, মনজুর আলম নাহিদ, মোশারফ হোসেন, আরও উপস্থিত ছিলেন নগর, ঢাকা মহানগর কুমিল্লা মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা, কুমিল্লা জেলা, কক্সবাজার জেলা নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগরের ১৫টি থানা কমিটি বিভিন্ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি