সুপ্রভাত ডেস্ক »
র্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। পুরস্কারজয়ী অন্য দুজন হলেন পাকিস্তানের আমজাদ সাদিক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্টিভেন মানসি।
এশিয়া মহাদেশে সর্বোচ্চ সম্মান ও এশিয়ার নোবেল হিসেবে বিবেচিত ফিলিপাইনের প্রয়াত রাষ্ট্রপতি রামোন ম্যাগসেসের স্মরণে প্রবর্তিত হয় এ পুরস্কার। ড. ফেরদৌসী কাদরী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) মিউকোসাল ইমিউনোলজি এবং ভ্যাকসিনোলজি ইউনিটের জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করছেন।
উন্নয়নশীল দেশে শিশুদের সংক্রামক রোগ চিহ্নিতকরণ ও বিশ্বব্যাপী এর বিস্তার রোধে প্রাথমিক চিকিৎসা কার্যক্রম এবং টিকাদান কর্মসূচি জোরদারে অবদানের জন্য ২০২০ সালে তিনি ‘লরিয়েল-ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড’ পান।
প্রতিষেধকবিদ্যা এবং সংক্রামক রোগ নিয়ে কাজ করেন তিনি। প্রায় ২৫ বছর কলেরার টিকা উন্নয়নে কাজ করেছেন ড. ফেরদৌসী।