রেডক্রিসেন্টের প্রশিক্ষণ সম্পন্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও ড্যানিস রেড ক্রসের সহযোগিতায় রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটে মৌলিক মনস্তাত্ত্বিক প্রাথমিক সেবা প্রশিক্ষণ আন্দরকিল্লার যুব কার্যালয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম।
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেলঅফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন বিডিআরসিএস এর পিএসএস ম্যানেজার মো. সাইদুল ইসলাম, ড্যানিস রেড ক্রসের প্রজেক্ট ম্যানেজার পৃথ্বিরাজ বড়ুয়া।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় উপ প্রধান মো. সুমন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শেখ শফিউল আজম বলেন, মৌলিক মনস্তাত্ত্বিক প্রাথমিক সেবা প্রশিক্ষণ জীবনে প্রতিফলন করার মাধ্যমে মানুষের উন্নত জীবন গড়ে তুলতে পারবে। প্রশিক্ষণটির মাধ্যমে স্বেচ্ছাসেবকরা দুর্যোগকালীন সময়ে মানুষকে মানসিক শান্তি প্রদান করতে পারবে। বিজ্ঞপ্তি
মহানগর