মৌলিক পরিবেশনার এ আয়োজন দেশে প্রথম, দাবি আয়োজকদের

‘সিএমবিএ রক ফেস্ট ২০২৩’

আজ অংশ নেবে ১৩টি ব্যান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো চিটাগং মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের উদ্যোগে ২ দিন ব্যাপী ব্যান্ড সংগীত উৎসব ‘ সিএমবিএ রক ফেস্ট ২০২৩’ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১ অক্টোবর বেলা ৩ টা হতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিএমবিএ-এর উদ্যোগে ২ দিন ব্যাপী ( ১ ও ২ অক্টোবর) ‘সিএমবিএ রক ফেস্ট ২০২৩’ নামে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিএমবিএর সাবেক সভাপতি মোহাম্মদ আলী এবং স্বনামধন্য গিটারিস্ট জ্যাকব ডায়েস। এছাড়া রক ফেস্টে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী-যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু।
২ দিন ব্যাপী এই উৎসবে প্রথম দিন ১ অক্টোবর ছিল ১০ টি ব্যান্ডের ধারাবাহিক পরিবেশনা। প্রথম দিনের ধারাবাহিক পরিবেশনায় অংশ নিয়েছে ‘বেলিকোস’, ‘ছুটি’, ‘ইতিহাস’, ‘লাইনার্স’, ‘মেলোডি’, ‘অফ ৬ স্ট্রিংস’, ‘নেক্সাস’, ‘প্রিজম, ‘সফট টাচ’, ‘উষ্ণতা’, ‘ওয়াইএসবি’ নামের ব্যান্ড। প্রত্যেকটি ব্যান্ড নিজেদের ২ থেকে ৩টি মৌলিক গান পরিবেশন করে। মৌলিক পরিবেশনের এই আয়োজন কেবল চট্টগ্রাম নয়, বাংলাদেশেই প্রথম বলে দাবি করছেন আয়োজকবৃন্দ।
রক ফেস্টকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমিতে নেওয়া হয়েছে নানা নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামের নানা প্রান্ত থেকে ব্যান্ড সংগীতপ্রেমিরা এসে যুক্ত হয়েছিলেন প্রথমবারের মতো সিএমবিএ আয়োজিত এ ব্যান্ড সংগীত উৎসবে। উৎসবে উপস্থিত হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যান্ড সংগীতের অনেক জনপ্রিয় ব্যক্তিত্বরা। মূলত ব্যান্ড সংগীত প্রেমিদের মিলনমেলায় পরিণত হয় ‘সিএমবিএ রক ফেস্ট ২০২৩’।
আজ দ্বিতীয় দিন থাকছে আরো ১৩ টি ব্যান্ডের মধ্যকার সংগীত যুদ্ধ। যেখানে অংশ নিচ্ছে ‘অ্যামাচিয়্যুর’, ‘আর্টনর্ড’, ‘ব্যান্ড নম্বর ১৬/ ৭১’, ‘বন্দর’, ‘ফ্লেয়ার’, ‘জলরঙ’, ‘খুঁটি’, ‘অফ টাচ্’, ‘রকনট’, ‘রং পেন্সিল’, ‘দ্যা ইমোশন’, ‘দ্যা ভাইব্রেশন’, ‘ভায়োলেন্ট মেশিন’। দ্বিতীয় দিনের এই সংগীত প্রতিযোগিতার নাম রাখা হয়েছে ‘ব্যাটল অফ দ্যা ব্যান্ডস’। যেখানে বিচারক হিসেবে থাকবেন ‘ফিডব্যাক বাংলাদেশ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও কিবোর্ডিস্ট ফুয়াদ নাসের বাবু এবং ‘ওয়ারফেজ’ ব্যান্ডের ফাউন্ডার ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের ভাইস- প্রেসিডেন্ট শেখ মনিরুল আলম টিপু। ‘ব্যাটল অফ দ্যা ব্যান্ডস’ প্রতিযোগিতায় বিজয়ী ব্যান্ডের জন্য নির্ধারণ করা হয়েছে নগদ ২০ হাজার টাকা।
রক ফেস্ট ২০২৩ উপভোগে দশর্কদের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে। উৎসবে দিনপ্রতি দর্শকের জন্য থাকছে জনপ্রতি আড়াই শ’ টাকা দামের টিকিট।
রক ফেস্ট উপভোগ করতে এসে নাঈমুল ইসলাম নাঈম নামের এক দর্শক বলেন, ‘চট্টগ্রামে এতোগুলো ব্যান্ড আছে। আবার তাদের এতো মৌলিক গান আছে জানতাম না। সিএমবিএ তাদের সাথে পরিচিত হতে সুযোগ সৃষ্টি করেছে। আমরা যারা ছোটখাট ব্যান্ড করি তারা এই ধরনের আয়োজনের মাধ্যমে সিনিয়র মিউজিশিয়ানদের সান্নিধ্য পাই। তাদের কাছে অনেক কিছু শিখতে পারি। তাই আমার কাছে মনে হয়েছে এটা একটা অন্য রকম দুঃসাহসিক উদ্যোগ; যেখানে আমরা আমাদের স্বকীয়তা উপস্থাপন করবো। ’
সিএমবিএ’র সভাপতি সমর বড়ুয়া বলেন,‘ কোভিড পরিস্থিতি , রাজনৈতিক অস্থিরতা ও আমাদের মধ্যকার কিছু সমন্বয়হীনতার কারণে সিএমবিএর কর্মকাণ্ডে কিছুটা শৈথিল্য এসেছিলো। বর্তমানে আমরা সেটা কাটিয়ে পুরোদমে চট্টগ্রামের ব্যান্ড মিউজিককে পুনরুজ্জীবিত করার সংকল্প গ্রহণ করেছি। স্বাধীনতার ৫২ বছর পর আমরাই প্রথম সকল উদীয়মান ব্যান্ডের মৌলিক গান নিয়ে ফেস্ট আয়োজন করেছি কোনো কাভার গান ছাড়াই। আমরা শুরুতে সেভাবে দর্শক আশা করিনি। তাছাড়া আমরা প্রতিযোগিতার আয়োজন করেছি আগামীকাল ( আজ ২ অক্টোবর)। যেটার নাম দিয়েছি ব্যাটল অফ দ্যা ব্যান্ডস। যেখানে অংশ নেবে ১৩টি ব্যান্ড। তাদের ভয়েস, মিউজিক, কম্পোজিশন, প্রেজেন্টেশন, বডি ল্যাংগুয়েজ এগুলো সব দেখে শুনে আমরা তাদের মধ্য থেকে প্রথম ,দ্বিতীয়, তৃতীয় নির্বাচন করবো। যারা প্রথম হবে তাদের জন্য থাকছে ২০ হাজার টাকা পুরস্কার। বিচারক হিসেবে সিএমবিএর সদস্য ছাড়াও থাকবেন ফুয়াদ নাসের বাবু ও শেখ মনিরুল আলম টিপু ভাই। আগামীতে গিটার ব্যাটল করার একটি পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামীতে যাতে আরো বৃহৎ পরিসরে কনসার্টের আয়োজন করা যায় সে এজেন্ডাও আমাদের রয়েছে। তবে এসব কিছু বাস্তবায়নের জন্য শিল্পী হিসেবে আমাদের অর্থনৈতিক সামর্থ্য কম। তাই আমাদের যথাযথ পৃষ্ঠপোষকতার বিশেষ প্রয়োজন রয়েছে। ’