সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের স্লো উইকেটে মোস্তাফিজুর রহমান বরাবরই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মধ্যে ত্রাস ছড়ান। বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারের কাটার-স্লোয়ারের সামনে দাঁড়াতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। আগের দিনের অবিশ্বাস্য মোস্তাফিজকে ভুলতেই পারছে না অজিরা। তার বোলিংয়ে মুগ্ধ অজি অলরাউন্ডার অ্যাশটন অ্যাগার-মোয়েসেস হেনরিকসরা।
পুরো একদিন কাটিয়েও মোস্তাফিজের অবিশ্বাস্য বোলিং ভুলতে পারছেন না অ্যাগার। পারবেনই বা কী করে? গতকাল শর্ট বলের সঙ্গে কাটার মিশিয়ে যেভাবে অ্যাগারকে সাজঘরে ফিরিয়েছে, সেই দৃশ্য তো ভোলা কঠিন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের করা এক প্রশ্নের জবাব দিতে গিয়ে যেন আগের দিনের আউটের দৃশ্য মনে পড়ে গেলো অ্যাগারের।
অস্ট্রেলিয়ান স্পিনার বললেন, ‘মোস্তাফিজ অবিশ্বাস্য বোলার। তার স্লো বল করার সামর্থ্য, সেটা অসাধারণ। আপনি যদি স্লো মোশনে দেখেন, তাহলে বুঝবেন ওটা কত বড় দক্ষতা। তার কব্জিটা সে অসাধারণভাবে ব্যবহার করে। আসলেই অবিশ্বাস্য, অবিশ্বাস্য সামর্থ্য তার। আশ্চর্যজনক আবিষ্কার।’
মোস্তাফিজের ব্যাপারে অ্যাগার আরও বলেছেন, ‘তার স্লো বলগুলো অসাধারণ। কারণ এটা আসলে খুব বেশি স্লো না। এতে আবার অনেক ঘূর্ণিও থাকে। আর এখানে পিচ ধীরগতির, অনেক স্পিন হয়। আমি কাল (বুধবার) যেভাবে আউট হলাম, সেটা লাফিয়ে উঠেছে। কখনও এই বলটাই নিচু হয়ে আসবে। বাঁক খাবে। একেক সময় একেক রকম আচরণ করবে।’
মোস্তাফিজের জন্য আলাদা পরিকল্পনা প্রয়োজন বলে মনে করছেন অ্যাগার, ‘মোস্তাফিজ দারুণভাবে কব্জির ব্যবহার করতে জানে। আমার মনে হয়, তার বলের বেশিরভাগই স্লো বল। কঠিন ব্যাপার। তার জন্য আলাদা পরিকল্পনা রাখতে হবে।’
মোস্তাফিজের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছেন হেনরিকস। একই দলে খেলার কারণে বাংলাদেশি পেসারকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। বুধবার মোস্তাফিজের স্লোয়ার-কাটারে বিধ্বস্ত হওয়ার কথা উল্লেখ করে হেনরিকস সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘আমরা মনে করি, মোস্তাফিজ দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। আমার মনে হয়, সে ২৪টি বলই স্লোয়ার করেছে এবং তার কোনও বলেই গতি ছিল না। যদিও আইপিএলে তাকে এভাবে বোলিং করতে দেখিনি।’