চিকিৎসার জন্য যাচ্ছেন ঢাকায়
নিজস্ব প্রতিবেদক
স্ব পরিবারে করোনা আক্রান্ত চট্টগ্রামের-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। ফৌজদারহাট বিআইটিআইডিতে গতকাল বুধবারের নমুনা পরীক্ষায় তিনি এবং তার পরিবারের সকল সদস্য করোনা পজিটিভ হয়েছেন।
পারিবারিক সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, পরিবারের ১০ জন সদস্যের সবার পরীক্ষা করা হয়েছিল। সকলের করেনা পজিটিভ এসেছে। করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে মোছলেম উদ্দিন আহমদ ও তাঁর স্ত্রী, বড় মেয়ে ও ছোটো মেয়ে, বড় মেয়ের স্বামী ও তিন সন্তান, দুই কাজের মেয়ে। এদিকে আক্রান্ত সকলে আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় চলে যাচ্ছে। আনোয়ার খান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি হওয়ার কথা রয়েছে।
মোছলেম উদ্দিনের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়, তিনি এখন সুস্থ আছেন। তবে তিনি যেহেতু হার্টের রোগী তাই কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না পরিবার।
উলেস্নখ্য, চট্টগ্রামের পুলিশ কমিশনার মাহবুবর রহমান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজল্লাহসহ অনেক বিশিষ্ট ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।