চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে ৫শ’ এন৯৫ মাস্ক তুলে দিয়েছেন চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ান কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মোরশেদ আরিফ চৌধুরী।
আজ ১ জুন (সোমবার) দুপুরে চসিক মেয়র দপ্তরে এসব মাস্ক হস্তান্তর করা হয়।
এ সময় মেয়র বলেন, প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস বিশ্বব্যাপী মানব সমাজকে হুমকির মুখোমুখি করেছে। এই পৃথিবী তথা দেশে এতবড় মানবিক বিপর্যয় আগে কখনো ঘটেনি। এই মরণব্যাধি করোনা ভাইরাসের থাবা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। দুর্যোগকালীন সময়ে সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় স্থান পাবে না। তার একমাত্র পরিচয় মানুষ। সরকারি ও বেসরকারি সংস্থা ও কর্পোরেট হাউসগুলো মিলিতভাবে করোনা ভাইরাস মোকাবিলায় কাজ করছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। এভাবে সকলে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখলে মহামারি প্রতিরোধে সক্ষম হবো আমরা। বিজ্ঞপ্তি
মহানগর