মেট্রো ট্রেনের উপর থেকে উদ্ধার ছেলেটি আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে

সুপ্রভাত ডেস্ক »

মেট্রো রেলের সচিবালয় স্টেশনে মেট্রো ট্রেনের উপর থেকে রোববার (৩০ নভেম্বর) রাতে উদ্ধার করা ছেলেটিকে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।

সোমবার (১ ডিসেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ফারুক আহমেদ বলেন, ছেলেটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এটি পাবলিক সিকিউরিটির বিষয়। এটি নিয়ে পুলিশ ইনভেস্টিগেট করছে।

এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল ওহাব বলেন, ছেলেটিকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। ছেলেটি সাধারণত আমাদের বাসা বাড়িগুলোতে থাকে না, হয়ত ফুটপাতে বা অন্য কোথাও থাকে। তার হয়ত মনে মনে আর্ট ছিল, আমরা তো অন্য ট্রেনগুলোর ছাদে উঠে যেতে পারি, তাহলে এটার ছাদে উঠে যাওয়া যাবে।

এখানে ছাদে চড়া অনেক ডেঞ্জারাস উল্লেখ করে তিনি বলেন, উপরে পনেরোশ ভোল্টের লাইন। আপনারা সবাইকে বলুন, এই ট্রেনের ছাদে চলে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এই ট্রেনের ভেতরে চলে যেতে হবে, এর বাইরে কোথাও গেলে তার জীবনহানি হতে পারে।