মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

নগরীর জিইসি মোড় এলাকায় বুধবার সকালের ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা।

সুপ্রভাত ডেস্ক »

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের অনেক নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। রাস্তা প্লাবিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরের বাসিন্দারা। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে টানা বৃষ্টি হচ্ছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান জানান, বুধবার (৯ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শহরে ১৫৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭০ দশমিক ৬ মিলিমিটার। আরো কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে দুয়েকদিন পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

এর আগেও, চলতি বর্ষায় গত ১৮ জুন চট্টগ্রামে একদিনে ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যার মধ্যে সকালেই ৩ ঘণ্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের জিইসি মোড়, কাপাসগোলা, কাতালগঞ্জ, পাঁচলাইশ আবাসিক এলাকা, শুলকবহর, তিন পোলের মাথা, বাকলিয়া, গোয়াল পাড়া, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, বাদামতলী মোড়, ইপিজেড এলাকা, দেওয়ানহাট মোড়, পাহাড়তলী মনসুরাবাদ, হালিশহর আবাসিক এলাকায় পানি জমে যাওয়ার খবর পাওয়া যায়। এসব এলাকায় গোড়ালি থেকে হাঁটু পরিমাণ পানি জমে। দুপুরে বৃষ্টির পানির সঙ্গে জোয়ারের পানি মিলিত হয়ে পানি আরও বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দুপুরের পর ভাটা শুরু হওয়ায় পানি নামতে শুরু করেছে।

সকাল থেকে ভারি বৃষ্টিতে অফিসগামী মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীসহ রাস্তায় বের হওয়া মানুষেরা ভোগান্তিতে পড়েন।

বেসরকারি ব্যাংক কর্মকর্তা আসাদ উদ্দিন বলেন, ‘সকালে অফিস যাওয়ার সময় জিইসি মোড়ে এসে আটকে গেছি। পানির কারণে রাস্তায় গাড়ি নেই বললেই চলে। আধাঘণ্টা ধরে অপেক্ষা করছি।’

নগরীর গোলাম রসুল মার্কেটের এক দোকানি সাইফুল আলম বলেন, “প্রতি বর্ষায় মার্কেটের নিচতলায় পানি উঠে। আজকেও সকাল থেকে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এখন পানি উঠে গেছে।”

চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে, শহরের ২৬টি পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে প্রায় ৬ হাজার ৫৫৮ পরিবার। ভারী বৃষ্টির কারণে তাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে, কিন্তু অনেকেই সেই নির্দেশ মানেননি।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৪ হাজার ৩৪৯ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে তিন সংস্থা। এর মধ্যে সিডিএ দুটি এবং সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড একটি করে প্রকল্পের কাজ করছে। প্রকল্পগুলোর কাজ চলছে ৫ থেকে ১১ বছর ধরে। ইতিমধ্যে খরচ হয়েছে ৮ হাজার ৩১২ কোটি টাকা। প্রকল্পগুলোর কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।