‘মুজিব’ নিয়ে টরন্টো উৎসবে শুভ-ফারিয়া

বিনোদন ডেস্ক »

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ-তিতিক্ষা বড় পর্দায় তুলে ধরার প্রয়াসে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। ছবিটি এবার প্রদর্শিত হচ্ছে ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ।

টরন্টো উৎসবে ‘মার্কেট স্ক্রিনিং’ নামে একটি কমার্শিয়াল সেকশন রয়েছে। সেখানেই প্রদর্শিত হবে ‘মুজিব’ সিনেমাটি। গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় বেল সিনেমা লাইটবক্স-৭ থিয়েটারে প্রদর্শিত হবে সিনেমাটি। সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ‘মুজিব’ সিনেমার বাংলাদেশি সহকারী পরিচালক আরিফ সিদ্দিক।

তিনি বলেন, ‘এটি উৎসবের কোনও বিভাগে নির্বাচিত হয়নি। টরন্টো উৎসবে ‘মার্কেট স্ক্রিনিং’ নামে একটি কমার্শিয়াল সেকশন আছে। সেখানেই আমাদের নিজস্ব অর্থায়নে একটি হল ভাড়া করে ছবিটির প্রদর্শনী করা হচ্ছে।’

টরন্টো প্রিমিয়ারে সিনেমাটির অভিনয়শিল্পী হিসেবে অংশ নেবেন শেখ হাসিনা চরিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়কারী আরিফিন শুভও উড়ে গেছেন উৎসবে। নুসরাত ইমরোজ তিশারও যোগ দেওয়ার কথা ছিল। তবে ব্যক্তিগত কারণে যেতে পারেননি অভিনেত্রী। বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিএফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। ছবিটি নির্মাণ করেছেন ভারতের শ্যাম বেনেগাল।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ছবি এটি। এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় আছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করেছেন।