মুক্তিযোদ্ধাদের মাস্ক বিতরণ ইকো’র

বেসরকারি সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন ‘ইকো’র উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৫’শ পিস কেএন ৯৫ মাস্ক বিতরণ করেছেন বেসরকারি সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন ‘ইকো’।
নগরীর দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের হাতে এসব মাস্ক তুলে দেন ইকো’র কর্মকর্তাবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু, ইকো’র সভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী মনি, অর্থ সম্পাদক সাহেদ মুরাদ সাকু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীব, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, সদস্য মো. শফিকুল মুনির প্রমুখ।
মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, ‘ইকো’ বৈশ্বিক মহামারী কোভিডের শুরু থেকে সর্বস্তরের জনগণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহবান জানিয়ে ইকো’র কার্যক্রমগুলোর প্রশংসা করেন তিনি। বিজ্ঞপ্তি