মুক্তিযোদ্ধা সনদে জালিয়াতি, ১২ জনের ফেরত দেয়ার আবেদন

সুপ্রভাত ডেস্ক »

মুক্তিযোদ্ধা না হয়েও মিথ্যা তথ্যের ভিত্তিতে সনদ গ্রহণ করেছেন—এমন অন্তত ১২ জন ব্যক্তি এখন স্বেচ্ছায় সেই সনদ ফেরত দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবেদনকারীদের মধ্যে একজন সরকারি চাকুরিজীবী ছিলেন, যিনি ইতিমধ্যে অবসর নিয়েছেন। অন্যজন তার আবেদনে সরলমনে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। বাকিরা মিথ্যা তথ্য দেওয়ার জন্য ক্ষমা চেয়ে সনদ ফেরত দিতে চান।

উপদেষ্টার আহ্বানে সাড়া

গত ১১ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম এক অনুষ্ঠানে অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় সনদ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “এক্ষেত্রে আমরা একটি ইনডেমনিটি (দায়মুক্তি) দেব, যাতে অমুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় সরে যেতে পারেন। এতে তারা সাধারণ ক্ষমা পাবেন। অন্যথায়, প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এই আহ্বানের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ১২ জন সনদ ফেরত দেওয়ার আবেদন জমা দিয়েছেন। মন্ত্রণালয় তাদের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা সামাজিকভাবে লাঞ্ছিত না হন।

সততার সংস্কৃতি গড়ে উঠছে

এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, স্বেচ্ছায় ভুল স্বীকার করে সংশোধনের চেষ্টা একটি সুস্থ সমাজের লক্ষণ। মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষায় এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আরও যারা মিথ্যা তথ্য দিয়ে সনদ নিয়েছেন, তাদেরও স্বেচ্ছায় ফেরত দেওয়ার জন্য উৎসাহিত করা হবে।