নিজস্ব প্রতিনিধি, মিরসরাই :
মিরসরাইয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনেই মিরসরাই উপজেলায় ২৬ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। এদের মধ্যে রয়েছে পুলিশ, ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও সাবেক ছাত্রনেতা। বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (২৩ জুন) মিরসরাই উপজেলায় ২৬ জনের করোনা পজিটিভ হয়েছে বলে জানায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে মিরসরাইতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২ জনে। এর আগে মিরসরাইতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ জন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মিজানুর রহমান বলেন, মিরসরাইতে নতুন করে ২৬ জন করোনা আক্রান্তের মধ্যে রয়েছে পুলিশ, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাবেক ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন পেশাজীবি। দুই দিনের করোনার নমুনা পরীক্ষায় মিরসরাইয়ে এ যাবতকালের সর্বোচ্চ করোনা পজিটিভ পাওয়া যায় ২৩ জুন।
তিনি আরো বলেন, ২৪ জুন নতুন করে ২০ জনের করোনার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। করোনার সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দেন তিনি।