নিজস্ব প্রতিনিধি, মিরসরাই »
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর (৬০) মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের বারইয়ারহাট পৌরসভা সংলগ্ন ৭১ নম্বর পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই নারীর লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে বলে জানিয়েছেন সীতাকু- রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই খোরশেদ আলম।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই খোরশেদ আলম জানান, শুক্রবার সকালে বারইয়ারহাট পৌরসভা সংলগ্ন রেললাইনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছে। তবে নিহতের বাড়ি খাগড়াছড়ির গুইমারা এলাকায় জানা গেলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

















































