সুপ্রভাত ডেস্ক »
বাংলাদেশে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার শুরু হয়েছে ।
এই সপ্তাহে ১০ ও ১১ অক্টোবর মার্কস অলরাউন্ডার এর আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পাঠানতুলী দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়, সিলেট, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়,নয়াসড়ক,সিলেট; নবাব সিরাজ উদ্- দৌলা সরকারি কলেজ,নাটোর; দি এইডেড হাইস্কুল,তাঁতিপাড়া,জিন্দাবাজার,সিলেট, লালাবাজার দ্বি পাক্ষিক উচ্চবিদ্যালয় এন্ড কলেজ,লালবাজার দক্ষিণ সুরমা,সিলেট, ও রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ (আর এম স্কুল,লম্বাপাড়া রোড,পাবনা স্কুলে। পরবর্তী আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বগুড়া, মাদারীপুর, ফরিদপুর জেলায়।
এভাবে পর্যায়ক্রমে সারাদেশে ১০০ টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সকল স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়সমূহ
প্লে-৪র্থ : জুনিয়র স্কুল। বিষয়ঃ গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা।
৫ম -৮ম : মিডল স্কুল। বিষয়ঃ গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।
৯ম – ১২দশ : হাই স্কুল এবং কলেজ। বিষয়ঃ গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।
মার্কস অলরাউন্ডারে ৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।
গ্র্যান্ড ফিনালেতে ৩টি গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং এবং সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি।
৩টি গ্রুপের ৬ টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে সর্বমোট ৫৪ জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক।
জাতীয় পর্যায়ে ৩ টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে ১ টি করে কম্পিউটার।
মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায় এই তিন ধাপে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে www.marksallrounder.com
যেকোন প্রয়োজনে কল করা যাবে (সকাল ৮টা থেকে রাত ৮ টা) 09614516171