নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ ও ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে সনাতন জাগরণ মঞ্চের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকালে নগরীর চেরাগী মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। রোববার জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে স্বতন্ত্র গৌরাঙ্গ দাস মহারাজ, অজপানন্দ মহারাজ, দারু ব্রহ্মচারী, সুচারু ব্রহ্মচারী, প্রমুখ ভাষণ দেন।
সমাবেশে স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন, আমরা প্রশাসনকে সময় দিয়েছি ৪ নভেম্বর পর্যন্ত। এরমধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ অন্যদের নামে দায়েরকৃত মামলা মিথ্যা মামলার প্রতিবাদে সারাদেশের সনাতনীরা ক্ষোভে ফেটে পড়েছে। সারাদেশে সনাতনীরা মাঠে নেমেছে। যদি অবিলম্বে মামলা প্রত্যাহার না হয় তবে বিশ্বব্যাপী এ আন্দোলন ছড়িয়ে পড়বে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। বাঁধা দিয়ে লাভ হবে না। সনাতনীরা নিজেদের অধিকার আদায়ে মাঠে নেমেছে, তাদের ভয় নেই। আমরা এদেশের ভূমি সন্তান।
সনাতন জাগরণ মঞ্চের সমাবেশে মানুষের ঢল নামে। তবে সেখানে যেতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে যাওয়ার সময় জামালখান মোড়, আন্দরকিল্লা ও বৌদ্ধমন্দির মোড়ে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের।
তারা জানান, সমাবেশস্থলের সামনেও দুপুর তিনটা পর্যন্ত সমবেত লোকজনকে রাস্তার এক পাশে আটকে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে লোক সমাগম বাড়লে বাধা উপেক্ষা করে তারা সমাবেশে অংশ নেন। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও বড় ধরনের অ্যাকশনে যায়নি।
এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খান বলেন, চেরাগীতে সমাবেশ না করার প্রশাসনিক নির্দেশনা ছিল। এ কারণে পুলিশ বাধা দেয়। পরে তারা বাধা উপেক্ষা করে সমাবেশে অংশ নেয়।
বুধবার (৩০ অক্টোবর) নগরের কোতোয়ালি থানায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। দুই মাস ধরে আট দফা দাবিতে আন্দোলন করে আসছে সনাতন জাগরণ মঞ্চ। এর অংশ হিসেবে গত ২৫ অক্টোবর লালদীঘি মাঠে সমাবেশ করে। ওই সমাবেশ থেকে যাওয়ার সময় নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে মামলাটি করেন নগরের মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ খান।
মামলার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে নগরের চেরাগীতে প্রতিবাদ সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। সেখান থেকে আজ ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। ওই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সমাবেশ হয় চেরাগী মোড়ে।