ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শুক্রবার দিনব্যাপী ব্যাডমিন্টন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় ১৮ জন শিক্ষক অংশগ্রহণ করে। কর্মশালা পরিচালনা করেন ব্যাডমিন্টন এশিয়া ডেভেলপমেন্ট অফিসার ব্যাডমিন্টন কোচ নিখিল চন্দ্র ধর। উপস্থিত ছিলেন সহজপাঠের অধ্যক্ষ শীলা মোমেন।
তিনি বলেন, ‘শিশুদের মানসিক উৎকর্ষের জন্য খেলাধুলার বিকল্প নেই। সকল শিশু খেলবে আর সেই খেলার আয়োজন ফুলকি সবসময়ই করে আসছে।’ সকাল ১০টায় কর্মশালা শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। প্রথম পর্বে ১৮ জন শিক্ষককে ব্যাডমিন্টনের তাত্ত্বিক দিক নিয়ে উপস্থাপনা করেন প্রশিক্ষক। দ্বিতীয় পর্বে ব্যাবহারীক সেশনে শিক্ষকদের প্রায়োগিক দিক প্রশিক্ষণ প্রদান করা হয়। বিকেল ৪ টায় স্কুলের ১৫ জন শিক্ষার্থীদের ব্যাডমিন্টনের প্রায়োগিক দিক প্রদর্শন করেন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকবৃন্দ। সবশেষে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে সাটল টাইমের রিস্ট ব্যান্ড উপহার দিয়ে প্রশিক্ষণ শেষ হয়। বিজ্ঞপ্তি
মহানগর