বাংলাদেশ মানবাধিকার কমিশন মহানগর উত্তর আওতাধীন ডবলমুরিং থানা শাখার নব-নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক, গুণিজন সংবর্ধনা ও করোনাকালীন মানবকল্যাণে নিয়োজিত গাউসিয়া কমিটি বাংলাদেশ ডবলমুরিং থানা করোনা টিমের সদস্যদের মাঝে স্মারক প্রদান মুহুরীপাড়াস্থ আল-জাবের ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবাধিকার কর্মীদের অসহায় ব্যক্তিদের পাশে এগিয়ে আসতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সহ-সভাপতি লায়ন মো. ইব্রাহিম, লায়ন নবাব হোসেন মুন্না, সাবেক কাউন্সিলর এ.এস.এম জাফর, ডা. নাসিম উদ্দিন চৌধুরী, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, ডা. মোর্শেদুল আলম পারভেজ, ইলিয়াছ আল কাদেরী, হাজী আবদুল মালেক, বিএইচআরসি উত্তরের যুগ্ম সম্পাদক হাজী মো. বাবর আলী, মুহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান, দিদারুল আলম, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সহ-দপ্তর বিবি ফাতেমা, সাংস্কৃতিক শিল্পী বসাক, সহ পরিবেশ সম্পাদক নুর হোসেন রমজান, পাঁচলাইশ থানা শাখার সভাপতি মো. মানিক, সাধারণ সম্পাদক মো. জাবেদ, মহিউদ্দিন আহমেদ রতন, আকবর হোসেন, জাহাঙ্গীর আলম, রাশেদ খাঁন, দেবাশীষ কান্তি দাশ, রফিকুল ইসলাম লিটন, নওশাদুল আলম বাবুল, এডভোকেট আফরোজা সুলতানা, শাহজাহান করিম, মুহাম্মদ সরওয়ার, মো. সানাউল্লাহ, নুর আক্তার প্রমা, ফাতেমা নাসরিন প্রিমা, ইয়াসমিন মিনু, আরাফাত ইব্রাহিম, মোবারক আলী, ওমর শরীফ, কোরবান আলী নয়ন প্রমূখ। বিজ্ঞপ্তি
মহানগর