নিজস্ব প্রতিনিধি, মিরসরাই :
মিরসরাইয়ে মাদক পরিবহনের প্রতিবাদ করায় এক ত্রিপুরা যুবককে পিটিয়েছে দুই মাদককারবারী। হামলার শিকার ওই যুবকের নাম উথান রায় ত্রিপুরা (১৮)। শুক্রবার বিকালে উপজেলার ত্রিপুরাপাড়ার পাহাড়ি ছড়ায় এ ঘটনা ঘটে।
আহত উথান রায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব মসজিদিয়া ত্রিপুরাপাড়ার রামধন ত্রিপুরার ছেলে।
পরে উথান দুই মাদককারবারী আলী আহম্মদ ও মো. মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন।
মারধরের শিকার হওয়া ত্রিপুরা যুবক উথান রায় বলেন, মিরসরাই থানা পুলিশের তদারকিতে আমাদের পাড়ায় এখন মদের ব্যবসা অনেকটাই বন্ধ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বহিরাগত দুই ব্যক্তি পাড়া এলাকার ছড়া দিয়ে মদ পরিবহন করছিল। কোথা ও কার কাছ থেকে মদ নিয়ে যাচ্ছে জানতে চাইলে, আমি পুলিশের লোক কিনা জানতে চায় তারা। পুলিশের কেউ নই জানালে কোন কথা না বলে এলোপাতাড়ি কিল-ঘুষি ও ছাড়ার পাথর দিয়ে মেরে রক্তাক্ত করে। পরে পাড়ার লোকের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাসেবা নেই।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ত্রিপুরা পাড়ায় এক যুবককে মাদক কারকারীদের মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। নানান চেষ্টায় মিরসরাইয়ের পাহাড়ি ত্রিপুরা পাড়াগুলোতে চোলাই মদের ব্যবসা অনেকটা নিয়ন্ত্রণে এনেছি। ত্রিপুরা যুবককে মারধরের বিষয়টি কঠোরভাবে দেখা হচ্ছে।
Uncategorized