মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানায় দায়ের হওয়া মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৬ আগস্ট) হাটহাজারী উপজেলার পূর্ব মেখল বাদামতল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজ্জাক হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকার মৃত কবির আহমদের ছেলে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, পাহাড়তলী থানায় ২০০৮ সালে দায়ের হওয়া মাদক মামলায় রাজ্জাক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।