শফিউল আলম, রাউজান »
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ২৭টি মৎস্য প্রকল্প ও দুটি হ্যাচারি থেকে বছরে ৫ হাজার ২শত ৯৭ টন মাছ উৎপাদন করেন মৎস্য চাষিরা। ২৭টি মৎস্য প্রকল্প ও দুটি হ্যাচারি ছাড়াও রয়েছে দিঘি, পুকুর ও জলাশয়। এগুলোতেও বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন মৎস্য চাষিরা।
রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃকবানুপুর, বানারস, জানিপাথর, বৃন্দাবনপুর, গলাচিপা, হলদিয়া রাবার বাগান, উত্তর সর্তা, এয়াসিন নগর, ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া, পূর্ব ডাবুয়া, কেউকদাইর, সুড়ঙ্গা, হাসান খীল, হিংগলা, ডাবুয়া রাবার বাগান, কলমপতি, দক্ষিন হিংগলা, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, চিকদাইর পাঠান পাড়া, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, নোয়াজিশপুর, নদীমপুর, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতয়ালী ঘোনা, রাউজান পৌরসভার পশ্চিম গহিরা, মোবারকখীল, পূর্ব গহিরা, পশ্চিম সুলতানপুর, সুলতানপুর কাজীপাড়া, বণিক পাড়া, নন্দী পাড়া, সুলতানপুর ছিটিয়া পাড়া, আইলী খীল, ওয়াহেদের খীল, ঢালার মুখ, রাউজান ইউনিয়নের পূর্ব রাউজান, কেউটিয়া, রানী পাড়া, খলিলাবাদ, কদলপুর ইউনিয়নের কালকাতর পাড়া, শমশের পাড়া, দক্ষিন শমশের পাড়া, পশ্চিম কদলপুর, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, মহামুনি, শেখ পাড়া, বদু পাড়া, দেওয়ানপুর, খৈয়াখালী, বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া, পশ্চিম বিনাজুরী, লেলাঙ্গারা, ইদিলপুর, পুর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা, আধার মানিক, বড়ঠাকুর পাড়া,হোয়ারা পাড়া, পশ্চিমগুজরা ইউনিয়নের কাগতিয়া, মগদাই, বদুমুন্সি পাড়া, মীরধার পাড়া, বাগোয়ান ইউনিয়নের গশ্চি, পাচঁখাইন, কোয়েপাড়া, নোয়াপাড়া ইউনিয়নের পটিয়া পাড়া, সামমাহলদার পাড়া, মোকামী পাড়া, শেখপাড়া, গুহ পাড়া, কচুখাইন, উভলং, উরকিরচর ইউনিয়নের মীরা পাড়া, আবুর খীল, খলিফার ঘোনা, উরকিরচর, সার্কদা এলাকা সমুহে পুকুর, জলাশয়, দিঘি ও পরিত্যক্ত চাষাবাদের অনুপযোগী ফসলি জমির মাটি খনন করে চারপাশে বাধ নির্মাণ করে মৎস্য চাষীরা মাছের চাষাবাদ করছেন।
মৎস্য চাষীরা রুই, কাতাল, মৃগেল, কালিবাউশ, তেলাপিয়া, শিং, পদ্দা, মাগুর মাছের চাষাবাদ করে আসছে। এছাড়াও রাউজানের হলদিয়া ইউনিয়নের বৃককবানুপুর দিঘি, ডাবুয়া ইউনিয়নের ধরের দিঘি, চিকদাইর ছুট্টু খাঁ দিঘি, নোয়াজিশপুর ঈশা খা ও নদীম পুর দিঘি, গহিরা কোতয়ালী ঘোনায় নশরত বাদশা দিঘি, দলই নগর দৌলত খাঁ দিঘি, দলই নগর দিঘি, রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়াপাড়া এলাকায় রায়মুকুট দিঘি, রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান হাড়ীমিয়া চৌধুরী বাড়ী দিঘি, কদলপুর চান্দঁ শাহ দিঘি, ফতেহ আলী চৌধুরী দিঘি, লস্কর উজির দিঘি, পাহাড়তলী মহামুনি দিঘি, পুর্বগুজরায় মহাজন দিঘি, পশ্চিম গুজরা মগদাই জলপাইন্যা দিঘি, নোয়াপাড়া ইউনিয়নের গুহ পাড়ার দক্ষিন পাশে বড়দিঘি, নোয়াপাড়া কলেজের সামনের পুকুর, রাজার দিঘিতে মাছের চাষ করা হয়।
রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর এলাকার বাসিন্দা মৎস্য চাষি আবুদুল খালেক সওদাগর হলদিয়া ইউনিয়নের জনিপাথর, বৃন্দ্বাবন পুর, বৃকবানপুর, এয়াসিন নগর এলাকায় ১৪ একর আয়তনের ৭টি মৎস্য প্রকল্পে মাছের চাষ করেন। মৎস্য চাষি আবদুল খালেক সওদাগর তার মৎস্য প্রকল্প থেকে বছরে ১ শত ৫০ টন মাছ উৎপাদন করেন বলে জানান। চিকদাইর ইউনিয়নের মেম্বার প্রদীপ দাশ বলেন, ৫ একর আয়তনের পুকুরে মাছ চাষ করে বছরে ৫০ টন মাছ উৎপাদন করেন।