সুপ্রভাত ডেস্ক :
উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমানের মা করীমা বেগম মারা গেছেন। বহুবার সাক্ষাৎকারে মাকে নিয়ে আবেগী হতে দেখা গেছে অস্কারজয়ী সংগীত তারকা এ আর রহমানকে। এক সাক্ষাৎকারে রহমান জানিয়েছিলেন, তার মা-ই ছিলেন প্রথম ব্যক্তি যিনি অনুধাবন করেছিলেন তার সন্তান সংগীত জগতে অনেক উঁচুতে উঠবেন।
রহমান বলেছিলেন, সংগীত আমার মায়ের সহজাত প্রবৃত্তি। যেভাবে তিনি চিন্তা করেন এবং সিন্ধান্ত গ্রহণ করেন তাতে স্পষ্ট যে তিনি আমার চেয়ে আধ্যাত্মিকভাবে অনেক উঁচুতে। যেমন, আমার সংগীত জগতে আসার সিদ্ধান্ত মূলত তারই। মাত্র একাদশ শ্রেণিতেই তিনি আমাকে স্কুল থেকে ছাড়িয়ে নেন, আর সংগীতকে গ্রহণ করান। এটা তারই দৃঢ় বিশ্বাস ছিল যে সংগীতই আমার প্রকৃত পথ।
সিনেমাতে যেমন দেখা যায়, মা তার ছেলেকে কত স্বাচ্ছন্দে জড়িয়ে ধরে আদর করেন, মায়ের সঙ্গে সেরকম সম্পর্ক ছিল না রহমানের। মাত্র নয় বছর বয়সে রহমানের (তখন নাম ছিল দিলীপ) বাবা সংগীত ব্যক্তিত্ব আরকে শেখর মারা যাওয়ার পর তার মা করীমা বেগমই (তখন নাম ছিল কস্তুরি শেখর) তাকে বড় করে তুলেছেন। খবর : ডেইলিবাংলাদেশ’র।
বিনোদন