মা ও শিশু হাসপাতালে ১ কোটি টাকার চেক দিলেন সুফি মিজান

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান কলেজের লেকচার গ্যালারিতে ২৫ এপ্রিল বিকালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাশার গ্রুপের চেয়ারম্যান এম এ বাশার আবু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট এবং কলেজ গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান ডা. এম এ তাহের খান, ভাইস- প্রেসিডেন্ট ও কলেজের গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান এস এম মোরশেদ হোসাইন এবং জেনারেল সেক্রেটারি মো. রেজাউল করিম আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি মো. আহসান উল্লাহ, কাযনির্বাহী কমিটির মেম্বার মোহাম্মদ শহীদ উল্লাহ এবং খায়েজ আহমেদ ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এস এম মোস্তাক আহমেদ, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া এবং হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক ও সাবেক ওয়ার্ড কমিশনার জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মওলানা মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সুফি মুহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর সামগ্রিক কার্যক্রমে সন্তুষ্ট হয়ে হাসপাতালের উন্নয়নের জন্য পাঁচ কোটি টাকার পঞ্চম কিস্তির এক কোটি টাকার চেক হস্তান্তর করেন।
এ মহৎ কাজের জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবার তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইফতার ও দোয়া মাহফিলে আজীবন সদস্যগণ, প্রতিষ্ঠানের প্রি-ক্লিনিক্যাল, প্যারা-ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল বিভাগের সর্বস্তরের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট, রেসিডেন্ট ফিজিশিয়ান, রেসিডেন্ট সার্জন, কিউরেটর, প্রভাষক, রেজিষ্ট্রার, সহকারী রেজিস্ট্রার, মেডিকেল অফিসার, ইন্টার্নী ডাক্তার, শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি