মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রামবাসীর বিবেক : সুজন

এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামবাসীর বিবেকের কণ্ঠস্বর ছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
গতকাল ১ ডিসেম্বর বাদ আসর সাবেক মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৭৭তম জন্মবার্ষিকীতে মোনাজাতকালে উপরের মন্তব্য করেনসুজন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সফলভাবে নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন চৌধুরী ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দেশমাতৃকাকে হানাদার মুক্ত করার জন্য।
দেশ স্বাধীন হওয়ার পর শ্রমিকদের অধিকার আদায়ে জড়িয়ে পড়েন শ্রমিক রাজনীতিতে। ৭৫’র ১৫ আগস্ট জাতিরজনককে সপরিবারে হত্যার পর ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ ও গ্রহণ করেন মহিউদ্দিন চৌধুরী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, কার্যনির্বাহী সদস্য আরাফাত রুবেল, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল হক মুন্না, চাঁন্দগাও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদুল আলম শহীদ, আলী নেওয়াজ রাকিব, মোহাম্মদ তাসিন, ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমউদ্দিন তৌসিফ, মো. ইমতিয়াজ প্রমুখ। বিজ্ঞপ্তি