বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মঈনউদ্দিন খান বাদল এমন একজন ব্যক্তি যার ভোগ বিলাসিতা বলতে কিছুই ছিল না। সাধারণভাবে চলাফেরা করতেন। সব সময় সাধারণ মানুষের কথাই তিনি চিন্তা করতেন। তিনি ছিলেন গণমানুষের নেতা।
গতকাল বিকালে সাবেক সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল এর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বোয়ালখালীর গোমদন্ডীতে একটি কমিউনিটি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম নুরুল ইসলাম।
এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম আবুল কামাল আজাদ। তিনি বলেন, স্বচ্ছ রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণে তার চিন্তাচেতনা বাস্তবায়ন করাই ছিল তার মূল লক্ষ্য। বিশেষ অতিথি মঈনউদ্দিন খান বাদলের সহধর্মিণী সেলিনা খান বাদল বলেন, বাদল সংসদ সদস্য থাকা অবস্থায় নিজের স্বাস্থ্য ও অর্থের চিন্তা কখনও করেননি।
জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে সর্বদা তিনি চিন্তা করতেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. খসরুল আলম কুদ্দুসী, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন শাহ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন। অন্যদের মধ্যে বক্তব্য দেন এম এস আলম, ইউসুফ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা জহির আহমদ, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক, মো. হানিফ, আবুল মাসুম, মো. মহসীন, আবদু শুক্কুর, খালেদ মাসুদ প্রমুখ।
সভায় বোয়ালখালী উপজেলা ও পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি