নিজস্ব প্রতিবেদক »
‘প্রথম মানুষ এক মহাদেশ থেকে অন্য মহাদেশে গেছে, সেটা হলো অস্ট্রেলিয়া মহাদেশ। ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ার উপরের যে ১শ ৬০কিলোমিটার এই জায়গাটা পার হয়েছে মানুষ ৪৫ হাজার বছর আগে। সেটা হচ্ছে মানবজাতির প্রথম নিজেকে অতিক্রম করা এবং নতুন দেশকে, নতুন পৃথিবীকে, নতুন জগতকে আবিষ্কার করা। ভ্রমণের চাইতে বিস্ময়কর আর কিছুই নেই’।
হল্যান্ড প্রবাসী সাংবাদিক ও লেখক বিকাশ চৌধুরী বড়–য়ার ভ্রমণকাহিনী নিয়ে লিখিত ‘হল্যান্ড থেকে’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ এসব কথা বলেন।
গতকাল বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ আরো বলেন, ‘আমি বিকাশ বাবুর বইটি পড়েছি। তার বইটা পড়তে ভালো লাগলো। কেননা, ভ্রমণকাহিনী বা জীবনী এগুলো খুব ইন্টারেস্টিং বই। কেন্দ্রীয় লাইব্রেরিতে লাইব্রেরিয়ান আমাকে জানান, সেখানে ৩ হাজার ভ্রমণবিষয়ক বই আছে। এগুলো বর্তমান সময়ের, কেননা এখন ভ্রমণ সহজ হয়েছে।
আগে যাতায়াত ব্যবস্থা ভালো ছিলো না, রাস্তা ছিলো না।
এই যে ৩ হাজার বই আমাদের লেখা, বাংলা ভাষায় লেখা, তিন হাজার বৈচিত্র্য। এই বইগুলো একটা বিশাল জ্ঞানের জগত। এই বইতে রয়েছে প্রত্যেক পদে পদে অনেক তথ্য, অনেক অজানা জ্ঞান, রাজনীতির কথা, সমাজের কথা, দর্শনের কথা। কিন্তু প্রকৃতির কথা কম। তিনি বোধহয় প্রকৃতির ব্যাপারে তেমন আগ্রহী নন। তার চেয়ে মানুষ, সমাজ, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এগুলো বেশি প্রাধান্য পেয়েছে।
বর্তমানে নারীর অবস্থান সম্পর্কে প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘চট্টগ্রামের ভাষায় বলে,‘ চাটগাঁইয়া পোয়া মেডিত পইরলি লোয়া’। ‘পোয়া’ কিন্তু মেয়েরা না। এরকম প্রত্যেকটা জায়গায় নিজেদের গৌরবের কথা বলা হয়। যেমন বগুড়াতে গিয়ে শুনবেন, ‘আমরা হইলেম বগুইড়ার ছইল পুট মাছ ধইরবার যায়া…’ । এখানেও ‘ ছইল’ বা ছাওয়াল। মেয়েরা না কিন্তু। এগুলো আস্তে আস্তে কমে যাবে এবং পরে একসময় নারী পুরুষদের শোষণের বিরুদ্ধে শায়েস্তা করবে। আর ১শ’ বছরের মধ্যেই বোধহয় নারীরা তাদের যথাযথ স্থান আদায় করে নেবে। নারী-পুরুষের যে পার্থক্যটা তৈরি হয়েছে সেটা তৈরি করেছে শারীরিক শক্তি। সে পার্থক্যটা তুলে দিয়েছে মেশিন এসে। আগে নারীদের সন্তান হতো ৭-৮টা, ১০-১২টা। তাজমহলের মমতাজের সন্তান হয়েছিলো ১৮টা। এমন অবস্থান তাদের হলো যে মেয়েরা শেষ পর্যন্ত প্রজনন যন্ত্রে পরিণত হয়েছিলো। তাদের সাধ,আহ্লাদ, তাদের প্রেম সব মুছে গেয়েছিলো।
সভাপতির বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, ‘বিকাশ বড়–য়ার বইটিতে সাম্প্রতিক বিষয়, ইতিহাস -ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি এবং আর্ন্তজাতিক ঘটনাবলি উঠে এসেছে। দেশের নামিদামি ব্যক্তিদের সান্নিধ্যে এসে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ হয়েছে তাঁর। ইতোমধ্যে লেখকের বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এবার প্রকাশিত হলো ‘ হল্যান্ড থেকে’ নামের বই। তাঁর লেখা সরস ও সাবলীল।’
অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, কবি ও সাংবাদিক আবুল মোমেন, অধ্যক্ষ আনোয়ারা আলম ও সাংবাদিক এম নাসিরুল হক ।