দক্ষিণ হালিশহরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ
মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকারের প্রতি জণগণের কোনো আস্থা নেই। মানুষ তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। দেশের গণতন্ত্র আজ নির্বাসিত। গতকাল বুধবার ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড বিএনপি আয়োজিত করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশে আজ নারী, শিশু থেকে শুরু করে সাধারণ মানুষ কারো নিরাপত্তা নেই। এই নিরাপত্তাহীন, অধিকারহীন সমাজ থেকে প্রতিকারের পথ আমাদের খুঁজে নিতে হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা এবং নিজেদের রক্ষা করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে আমাদের অধিকার আদায়ের সংগ্রামে ঐকবদ্ধ হতে হবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পুত্র ইসরাফিল মাহমুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, গাজী মো. সিরাজ উল্লাহ, কামাল উদ্দিন, নুরুজ্জামান, সরফরাজ কাদের রাসেল, হাজী হানিফ সওদাগর, মোহাম্মদ সেলিম, সেলিম উদ্দিন শাহিন, রোকন উদ্দিন মাহমুদ। এতে আরো বক্তব্য রাখেন মোজাদ বারেক, শাহজাহান, জাবেদ আনসারী, মোহাম্মদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর