ভিটামিন ‘এ’ শিশুর মৃত্যুর হার কমায়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেলা পর্যায়ে উদ্বোধন করা হয়েছে ৪ দিনব্যাপী (১১-১৪ ডিসেম্বর) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১। গতকাল  সকালে কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি-কর্ণফুলী) শিরীণ আকতার। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান।

ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়–য়া, স্বাস্থ্য শিক্ষাবিদ প্রবীর মিত্র, স্বাস্থ্য পরিদর্শক অলক দাশগুপ্তসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্নস্তরে কর্মরত কর্মকতা ও কর্মচারীগণ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীন স্বাস্থ্য অধিদফতরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টান ও জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্টানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দেওয়ান বাজার ওয়ার্ড

দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ধারায়  স্বাস্থ্য অধিদপ্তর উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেমিসন মাতৃসদন হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন  কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

এসময় উপস্থিত ছিলেন  জেমিসন মাতৃসদন হাসপাতালের ডেপুটি ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান, জোনাল মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. খুকুমনি রড়–য়া, ওয়ার্ড সচিব মো. মোতাহের হোসেন চৌধুরী ,মো. হাসেমী।

আরও উপস্থিত ছিলেন  এলাকার বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ ও সচেতন ব্যক্তিবর্গ।

এসময় চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য গৃহিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। শিশু স্বাস্থ্য সুরক্ষায় জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।

তাই প্রতি বছর বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে শিশু পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন ভিটামিন ও ওষুধ প্রদান করে থাকেন।

তারই ধারাবাহিকতায় ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত নগরীর ৪১টি ওয়ার্ডের স্থায়ী/অস্থায়ী টিকাদান  কেন্দের মাধ্যমে (সকাল ৮টা – বিকাল ৪ টা) ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ ইউনিট), ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ ইউনিট) খাওয়ানো হবে।

আন্দরকিল্লা ওয়ার্ড

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ওয়ার্ড পর্যায়  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আন্দরকিল্লা ওয়ার্ড এ আনসার ক্লাব কেন্দ্র শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম  গতকাল শুরু হয়। ক্যাম্পেইন উদ্বোধন  করেন ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী ।

এ সময় উপস্থিত  ছিলেন সমাজসেবক সেকান্দর হোসেন মিয়া, ইমরান হোসেন জুয়েল, জসিম উদ্দিন,প্রতাপ, নোছার মিয়া, মো. আজাদ, আফসার, মো. আলমগীর, ডা. হাজেরা নাজনীন, সাধন বড়–য়া, এফ রানা ভূইয়া, মো, তুষার প্রমুখ। বিজ্ঞপ্তি