ভারতের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতল কিউইরা

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

বাংলাদেশের বিরুদ্ধে প্রবল প্রতাপ দেখানো ভারত মুখ থুবড়ে পড়ল নিউজিল্যান্ডের সামনে। বেঙ্গালুরু টেস্টের পর পুনে টেস্টেও নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে স্বাগতিকরা। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে কিউইরা, যা ভারতের মাটিতে দলটির প্রথম টেস্ট সিরিজ জয়। মাত্র ৩ দিনে শেষ হওয়া এই টেস্টে শুরু থেকেই বেকায়দায় ছিল ভারত। দ্বিতীয় দিন শেষেই উঁকি দিচ্ছিল হারের শঙ্কা। ৫ উইকেটে ১৯৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। টম ল্যাথামের ৮৬ রানের পর টম ব্লান্ডেলের ৪১ ও গ্লেন ফিলিপসের অপরাজিত ৪৮ রানের ইনিংসে ভর করে ২৫৫ রান জড়ো করে কিউইরা। এতে লিড দাঁড়ায় ৩৫৮ রান। জবাব দিতে নেমে দলীয় ৩৪ রানে অধিনায়ক রোহিত শর্মাকে হারিয়ে ফেলে ভারত। দ্বিতীয় উইকেটে যশস্বী জাইসওয়ালকে নিয়ে দলের হাল ধরেন শুবমান গিল। তিন অঙ্কে দলীয় রান যাওয়ার আগেই গিল বিদায় নেন। ১২৭ রানের মাথায় তৃতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন যশস্বী জাইসওয়ালও। ৬৫ বলে ৭৭ রান করে জাইসওয়াল বিদায় নেওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। ক্রমেই ফিকে হতে থাকে জয়ের স্বপ্ন। বিরাট কোহলি ৪০ বলে করেন ১৭ রান, রিশভ পান্ট খুলতে পারেননি রানের খাতাই। বল হাতে দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করা ওয়াশিংটন সুন্দর ২১ রান করে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেন। তবে সবই ছিল পণ্ডশ্রম। মূলত এক মিচেল স্যান্টনারের কারণেই এই টেস্টে বাজেভাবে কুপোকাত হতে হয়েছে ভারতকে। প্রথম ইনিংসে ৭ উইকেট শিকার করা এই বোলিং অলরাউন্ডার দ্বিতীয় ইনিংসেও ফাইফার পান। অবদান রেখেছেও ব্যাট হাতেও, তাই অনুমিতভাবেই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৫৯ রানে। জবাব দিতে নেমে ১৫৬ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় পায় কিউইরা। ১ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। সূত্র-বিডিক্রিকটাইম