নিজস্ব প্রতিবেদক »
নগরীর উত্তর কাট্টলীতে এক পরিবারের ৬ জন দগ্ধ হওয়ার ঘটনায় ভবন মালিক মোহাম্মদ মমতাজ মিয়া ওরফে মমতাজ সওদাগরকে (৫৭) জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এবং ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার নগর হাকিম মেহনাজ রহমান রিমান্ড মঞ্জুর করেন।
গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ৩ রিমান্ডের আবেদন করা হলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মোহাম্মদ মমতাজ মিয়া ওরফে মমতাজ সওদাগর (৫৭) নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী কমিউনিটি সেন্টার সড়কের মরিয়ম ভিলার মালিক।
গত সোমবার রাত সাড়ে ১০টায় মরিয়ম ভিলার ষষ্ঠ তলায় ভাড়াটিয়া জামাল শেখের বাসায় বিস্ফোরণের পর আগুন লেগে ছয়জন দগ্ধ হয় এবং গত মঙ্গলবারে দগ্ধ হয়ে একজন মারা যায়। জামাল শেখ স্থানীয় হাক্কানি আয়রন মার্টের নিরাপত্তা কর্মী ও তার বাড়ি জামালপুরে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে জামাল শেখ বাদি হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলা করেছেন। মামলায় মরিয়ম ভিলার মালিক মমতাজ মিয়া এবং তত্ত্বাবধায়ক বখতিয়ার উদ্দিন চৌধুরীকে (৫৮) আসামি করা হয়েছে। অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে দণ্ডবিধির ৩০৪ (ক), ৩৩৮ ও ৪২৭ ধারায় এ মামলা দায়ের হয়।
মামলার এজাহারে জামাল শেখ অভিযোগ করেন, তিনি পরিবার নিয়ে মরিয়ম ভিলায় গত ছয় মাস ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। গত একমাস ধরে তাদের বাসার গ্যাসের সঞ্চালন লাইন থেকে জ্বালানি গ্যাসের প্রচুর গন্ধ পাওয়া যাচ্ছিল। বিষয়টি তিনি কয়েকবার বখতিয়ারকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত ৩১ অক্টোবর বখতেয়ারকে তিনি জানান, জ্বালানি গ্যাসের গন্ধ আরও বেড়ে গেছে। যেকোনো সময় দুর্ঘটনায় তার জীবন বিপন্ন হতে পারে। বিষয়টি তিনি মোবাইলে মমতাজকেও জানান। তিনি বাসা ছেড়ে দিতে চাইলেও মমতাজ এবং বখতিয়ার মিলে বাসা না ছাড়ার জন্য চাপ দেয়। তাদের জামানত আটকে রাখার হুমকি দেয়। এ অবস্থায় সোমবার রাতে মরিয়ম ভিলার ষষ্ঠ তলায় তাদের বাসায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দরজা-জানালা উড়ে যায়। আর দগ্ধ হয় ছয়জন; এর মধ্যে এক জন মারা যান।’
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন সুপ্রভাতকে বলেন, ‘জামাল শেখের মামলা রেকর্ড করেছি। এরপর গত মঙ্গলবার রাতে বাড়ির মালিক মমতাজকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত একদিন মঞ্জুর করেছেন।’