সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ওই ম্যাচ দিয়েই দর্শক ফেরাচ্ছে ব্রাজিল।
বাছাইয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে সাও পাওলোর নিওকিমিকা অ্যারেনায়। স্টেডিয়ামটি ৫০ হাজার ধারণ ক্ষমতার হলেও করোনা পরিস্থিতিতে মাত্র ১২ হাজার দর্শক রাখার ঘোষণা দিযেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
সূচি অনুযায়ী ২ সেপ্টম্বর চিলির মাঠে আতিথ্য নেবে ব্রাজিল। দুই দিন পর ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। আর ৯ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে ব্রাজিল খেলবে ঘরের মাঠে।
দুই সপ্তাহ আগে অবশ্য ঘোষণা ছিল ব্রাজিলের মাঠে দর্শক ফেরানো হতে পারে ১ নভেম্বর। এমনকি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটিও হবে দর্শকহীন স্টেডিয়ামে। কিন্তু দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন ও ব্যবসায়ী সংগঠনগুলোর চাপে সিদ্ধান্ত বদল করতে হয়েছে তাদের। এমন তথ্য জানিয়েছেন, সাও পাওলোর গভর্নর হোয়াও ডোরিয়া।
পাশাপাশি পরিপূর্ণভাবে দর্শক ফেরানোর আগে একে পরীক্ষামূলক ইভেন্ট হিসেবেও দেখা হচ্ছে। তবে দর্শকদের মাঠে আসতে হলে করোনার নেগেটিভ পিসিআর রিপোর্ট উপস্থাপন করতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি। এমনকি যারা খেলা দেখতে আসবেন, তাদের পরবর্তী ১৫ দিন পর্যবেক্ষণের মাঝেও রাখা হবে!