তিন বরেণ্য শিল্পীর শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে বক্তারা
চট্টগ্রাম সাংস্কৃতিক জোট চট্টগ্রাম এর উদ্যোগে শুক্রবার বিকালে কদম মোবারক এমওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে তিনজন বরেণ্য শিল্পী ‘প্রয়াত চলচ্চিত্র নায়ক ওয়াসিম-ব্যান্ড শিল্পী সুব্রত বড়–য়া রনি-শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী’কে নিবেদিত শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গান, কবিতা ও কথামালা দিয়ে সাজানো অনুষ্ঠানে সজল দাশ এর সঞ্চালনায় দুলাল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত। উদ্বোধক ছিলেন লোককবি কল্পতরু ভট্টাচার্য। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক ও শিক্ষক কাঞ্চন মহাজন। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য মো. আবুল কালাম আজাদ চৌধুরী, রাজনীতিবিদ স্বপন সেন, শিক্ষক দুলাল বড়–য়া, ডা. চয়ন চক্রবর্তী, রাজনীতিবিদ রাজগোপাল রপন। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংস্কৃতিক জোট এর প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সংগঠক অধ্যক্ষ রতন দাশগুপ্ত, সাংবাদিক ওচমান জাহাঙ্গীর, শিল্পী নারায়ণ দাশ, সংগঠক দিলীপ সেনগুপ্ত, সংগঠক হারাধন নাহা বাসু, মোপলেস এর সাধারণ সম্পাদক নিলয় দে, উপস্থিত ছিলেন অ্যাডভোকেট পংকজ কুমার রায়, চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি মো. শাহ নুরুল আলম, ডা. আশীষ চৌধুরী, সংগঠক শিমুল দত্ত, ডা. শিমুল সেন, মো. ইলিয়াছ, সংস্কৃতিকর্মী সবুজ চৌধুরী রকি, প্রিয়াংকা মন্ডল, পার্থ সরকার, লক্ষ্মী সেন, হীরা দত্ত, সোমা দত্ত। প্রধান অতিথি মিটুল দাশগুপ্ত বলেন, বৈষম্যহীন একটি টেকসই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই।
উদ্বোধক কল্পতরু ভট্টাচার্য বলেন, তিনজন বরেণ্য শিল্পী ছিলেন নিজ গুণে গুণান্বিত এবং স্বমহিমায় উদ্ভাসিত। তাদের নিয়ে স্বল্প সংখ্যক দর্শকের উপস্থিতিতে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলেও এর তাৎপর্য বিশাল। এজন্য সংগঠনের কর্মকর্তারা প্রশংসার দাবি রাখে। বিজ্ঞপ্তি