রাঙামাটি
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি :
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়িতে পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ধসে ৩ জন নিহত হয়েছেন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ।
মঙ্গলবার সকাল সাতটার দিকে পাথর বোঝাই ট্রাকটি ব্রিজ ভেঙ্গে নিচে নদীতে পড়ে যায়। পরে ট্রাকে থাকা ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতের বিষয় নিশ্চিত করেছেন রাঙামাটি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন।
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেল্লাল হোসেন জানান, পাথর বোঝাই একটি ট্রাক ব্রিজ ধসে নিচে পড়ে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে দুই জনের লাশ উদ্ধার করি। এর আগে স্থানীয় লোকজন একজনের লাশ উদ্ধার করে। মোট তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
কুতুকছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল চৌধুরী জানান, পাথরবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিক থেকে নানিয়ারচরের দিকে যাচ্ছিলো। অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাকটি সেতুসহ ধসে পড়ে। আমার নিজেরা ১টি এবং পরে ফায়ার সার্ভিস আসার পর আরো ২ জনের মৃতদেহ উদ্ধার করেছি, তবে এরা তিনজই ট্রাকের চালক-হেলপার কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন জানান, ট্রাকটিতে অতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণে ব্রিজটি ভেঙ্গে গেছে। ব্রিজটি পুরো পাটাতন খুলে আবার নতুন করে বসাতে হবে। দ্রুততম সময়ের মধ্যে যান চলাচল শুরুর চেষ্টা করা হচ্ছে।
রাঙামাটির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, চট্টগ্রাম থেকে আসা পাথর বোঝাই ট্রাকটি কুতুকছড়ি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজ ভেঙ্গে তিন জনের মৃত্যু হয়। রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।