সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
প্রতিবারই অলিম্পিকে সবার নজর থাকে অ্যাথলেটিকসের ওপর। শুক্রবার শুরু হয়েছে অ্যাথলেটিকসের পদকের লড়াই। যেখানে প্রথমদিন বাজিমাত করল ইথিওপিয়া, বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে জিতে নিয়েছে স্বর্ণপদক।
শুক্রবার নিষ্পত্তি ঘটেছে অ্যাথলেটিকসের একটি স্বর্ণপদকের। পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন উগান্ডার জশুয়া চেপতেগেইকে হারিয়ে প্রথম হয়েছেন ইথিওপিয়ার সেলেমন বারেগা।এই ইভেন্টে ফেবারিট ছিলেন গতবছরের অক্টোবরে বিশ্ব রেকর্ড গড়া জশুয়াই। কিন্তু তাকে ০.৪১ সেকেন্ডের ব্যবধানে হারিয়ে দিয়েছেন বারেগা। নিজের দেশকে এনে দিয়েছেন স্বর্ণ।পুরো দৌড় শেষ করতে বারেগা সময় নিয়েছেন ২৭ মিনিট ৪৩.২২ সেকেন্ড। শেষ ল্যাপটি মাত্র ৫৩ সেকেন্ডে পুরো করেই মূলত স্বর্ণপদক নিশ্চিত করেছেন তিনি।
দ্বিতীয় হয়ে রৌপ্যপদক জেতা জশুয়ার সময় লেগেছে ২৭ মিনিট ৪৩.৬৩ সেকেন্ড।
আর ২৭ মিনিট ৪৩.৮৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ মেডেল জিতেছেন জশুয়ার স্বদেশি জ্যাকব কিপলিমো।