সারা দেশের মত চট্টগ্রামের নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন দিনব্যাপী স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন অনুষ্ঠান মালার মাধ্যমে ১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করেছে।
সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন পুরাতন নগর ভবন চত্বরে সমাজসেবা কার্যালয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন নিষ্পাপ সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরী।
সন্ধ্যা ৭টায় নিষ্পাপ সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবসের’ প্রাক্বালে করোনা কালীন বিশেষ শিশুদের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাম শহীদুল ইসলাম। আলোচনা সভা ও নীল বাতি প্রজ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করেন পি এইচ পি ফ্যামিলির পরিচালক ও নিষ্পাপ উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম রিংকু।
নিষ্পাপ সাধারণ সম্পাদক প্রকৌ. ঝুলন কুমার দাশের সঞ্চালনায় পবিত্র কোরান তেলয়াত করে বিশেষ শিশু সজিব। স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি খোরশেদুল আলম কাদেরী, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব সাংবাদিক এম নাসিরুল হক, বেলজিয়াম হতে অংশ নেন রুমা আবসার ও ড. আহমেদ জিয়া উদ্দিন, আলোচনার অংশ নেন নিষ্পাপের নির্বাহী সদস্য অধ্যাপক ড. প্রকৌ. সুদীপ পাল, ড. আর পি সেন গুপ্ত নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ের সদস্য সচিব অধ্যাপক টিংকু চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি
নিষ্পাপ অধ্যক্ষ সোমা চক্রবর্তী, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত আশার আলো স্কুলের উপাধ্যক্ষ মুন্নী শীল, শিক্ষিকা প্রিয়াংকা লোধ, অভিভাবক মো. জমির উদ্দিন, সায়েদা নাজনীন পারভীন, সেন্ড্রা স্যামসান।
সন্ধ্যায় ‘লাইট ইট আপ ব্লু’ এর অংশ হিসেবে নিষ্পাপ স্কুল ভবন, প্রবর্তক মোড়, জামাল খান চত্বরে নীল বাতি প্রজ্বলন করা হয়। বিজ্ঞপ্তি